গাজীপুর টঙ্গীতে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

- Update Time : ১১:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৫ Time View
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর গাজীপুরা এশিয়া পাম্পের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি টঙ্গী পশ্চিম থানা প্রদক্ষিণ করে তারাটেক্স সড়ক হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে পুনরায় এশিয়া পাম্প এলাকায় এসে শেষ হয়।
মিছিল ও সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের মূল দাবি ছিল—ফ্যাসিবাদী শাসনের মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে দূত গ্রেপ্তার করে ফাঁসি দড়িতে ঝুলানো।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মহিত এবং জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আফিফ হাসান ইয়াকুব। তারা সরকারের কাছে দাবি জানান, ছাত্র-জনতাদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
সমাবেশে বক্তারা বলেন, “ভারতের হুকুম এই বাংলায় চলবে না। খুনি হাসিনাকে দ্রুত ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।”তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানান তারা। বিক্ষোভ মিছিলের সময় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়