ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বিএনপির ৪ আসনে প্রার্থী ঘোষণা, কালিয়াকৈর ও টঙ্গীতে হতাশা

অলিদুর রহমান অলি
  • Update Time : ০২:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২১৯৫ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মহানগর, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অভিজ্ঞ নেতারা।

ঘোষিত প্রার্থীরা হলেন—গাজীপুর-২ (গাজীপুর সদর) আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জরুল করীম রনি, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

তবে গাজীপুর-১ (কালিয়াকৈর ও কোনাবাড়ী থানা) এবং গাজীপুর-৬ (টঙ্গী) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। এতে ওই দুই আসনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও উৎকণ্ঠা।

বিশেষ করে গাজীপুর-৬ (টঙ্গী) আসনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও প্রচারণা। তাঁর সমর্থকরা ইতোমধ্যেই পোস্টার ও অনলাইন প্রচারণায় সক্রিয় হয়েছেন।

এদিকে জানা গেছে, নবগঠিত গাজীপুর-৬ আসন বিলুপ্ত করে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে উচ্চ আদালতে দায়ের করা রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আসনে প্রার্থিতা স্থগিত থাকবে। ফলে এই আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে দলীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট দুই আসনের বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে বিএনপির ৪ আসনে প্রার্থী ঘোষণা, কালিয়াকৈর ও টঙ্গীতে হতাশা

অলিদুর রহমান অলি
Update Time : ০২:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মহানগর, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অভিজ্ঞ নেতারা।

ঘোষিত প্রার্থীরা হলেন—গাজীপুর-২ (গাজীপুর সদর) আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জরুল করীম রনি, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

তবে গাজীপুর-১ (কালিয়াকৈর ও কোনাবাড়ী থানা) এবং গাজীপুর-৬ (টঙ্গী) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। এতে ওই দুই আসনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও উৎকণ্ঠা।

বিশেষ করে গাজীপুর-৬ (টঙ্গী) আসনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও প্রচারণা। তাঁর সমর্থকরা ইতোমধ্যেই পোস্টার ও অনলাইন প্রচারণায় সক্রিয় হয়েছেন।

এদিকে জানা গেছে, নবগঠিত গাজীপুর-৬ আসন বিলুপ্ত করে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে উচ্চ আদালতে দায়ের করা রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আসনে প্রার্থিতা স্থগিত থাকবে। ফলে এই আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে দলীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট দুই আসনের বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।