ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি।

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫২ Time View

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় আব্দুর রশিদ মন্ডলের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইসমাইল হোসেন (৫৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডলসহ মহর আলী (৫৮), হীরন মিয়া (৩৮), জসিম মিস্ত্রি ও আরও ২৫-২৬ জন সকাল ১১টার দিকে তাদের পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়িঘর ভাঙচুর করে টিনসহ মালামাল লুট করে নেয় এবং চাচাতো ভাই মোশারফ হোসেনের জায়গায় বেড়া দেয়। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা পূর্বে উক্ত জমি বিক্রি করে দলিল প্রদান করলেও পুনরায় নিজেদের দাবি করে সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, “আমরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে তারা হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি এবং মহিলাদের বিভিন্ন রকমের গালিগালাজ দেয়। তাদের বিরুদ্ধে কোর্টে জমি সংক্রান্ত মামলা রয়েছে। যেকোনো সময় আমাদের ক্ষতি হতে পারে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ মন্ডল মুঠোফোনে বলেন, আমি কি আমার মায়ের জায়গায় যাওয়া অপরাধ? এই জায়গা এলাকার সম্মানিত ব্যক্তিরা এবং থানার মাধ্যমে মীমাংসিত হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। আওয়ামীলীগের সাথে সংপৃক্ততার বিষয়ে বলেন তিনি বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের কর্মী। আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা নেই।
অপর দিকে ২০১৮ সালের নির্বাচন পরিচলনা কমিটির ৫১ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে তার নাম রয়েছে এমন একটি তথ্যসূত্রর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি।

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় আব্দুর রশিদ মন্ডলের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইসমাইল হোসেন (৫৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডলসহ মহর আলী (৫৮), হীরন মিয়া (৩৮), জসিম মিস্ত্রি ও আরও ২৫-২৬ জন সকাল ১১টার দিকে তাদের পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়িঘর ভাঙচুর করে টিনসহ মালামাল লুট করে নেয় এবং চাচাতো ভাই মোশারফ হোসেনের জায়গায় বেড়া দেয়। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা পূর্বে উক্ত জমি বিক্রি করে দলিল প্রদান করলেও পুনরায় নিজেদের দাবি করে সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, “আমরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে তারা হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি এবং মহিলাদের বিভিন্ন রকমের গালিগালাজ দেয়। তাদের বিরুদ্ধে কোর্টে জমি সংক্রান্ত মামলা রয়েছে। যেকোনো সময় আমাদের ক্ষতি হতে পারে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ মন্ডল মুঠোফোনে বলেন, আমি কি আমার মায়ের জায়গায় যাওয়া অপরাধ? এই জায়গা এলাকার সম্মানিত ব্যক্তিরা এবং থানার মাধ্যমে মীমাংসিত হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। আওয়ামীলীগের সাথে সংপৃক্ততার বিষয়ে বলেন তিনি বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের কর্মী। আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা নেই।
অপর দিকে ২০১৮ সালের নির্বাচন পরিচলনা কমিটির ৫১ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে তার নাম রয়েছে এমন একটি তথ্যসূত্রর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।