ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, আগুন সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ন্যায়বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে : প্রধান বিচারপতি রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে সেনাবাহিনীকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন নির্দেশ

আন্তজাতিক ডেস্ক 
  • Update Time : ০৬:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৮৫ Time View

গাজায় ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি

গাজা নিয়ে সেনাবাহিনীকে নতুন নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি উপত্যকার সব টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী উপত্যকায় থাকা টানেল ধ্বংসের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইনে’ টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে— একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।

তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব আলোচনার লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা।’

কাটজ বলেন, হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হলো সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা। আমরা এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে, সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

গাজা নিয়ে সেনাবাহিনীকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন নির্দেশ

আন্তজাতিক ডেস্ক 
Update Time : ০৬:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

গাজা নিয়ে সেনাবাহিনীকে নতুন নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি উপত্যকার সব টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী উপত্যকায় থাকা টানেল ধ্বংসের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইনে’ টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে— একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।

তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব আলোচনার লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা।’

কাটজ বলেন, হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হলো সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা। আমরা এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে, সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য।’