গাজায় গণহত্যার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত

- Update Time : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১১৬ Time View
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ’৭১ স্মৃতিস্তম্ভের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মিরাজ ও শাহিন। এছাড়াও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।
এসময় তুষার বলেন, যুদ্ধ বিরতি আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।