ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৪১ Time View

দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

এদিন চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া একের পর এক ইসরাইলি হামলায় গাজাজুড়ে এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যা

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেষ এক ইসরাইলি হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এর আগেও একই শিবিরে পরিচালিত এক হামলায় ১৫ জন নিহত হন। যাদের মধ্যে ১১ জন শিশু ও একজন নারী ছিলেন।

খান ইউনিস ও গাজার উত্তরে হামলা

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক আহত হন। এছাড়া গাজা শহরের উত্তরে একটি বাড়িতে বোমাবর্ষণের ফলে ২ ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন বহু মানুষ। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরাইল যখন পুনরায় বিমান হামলা শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত ২,৮৭৬ জন নিহত হয়েছেন।

এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজারে।

পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সেখানে ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইলি বাহিনী বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছে।

ইসরাইল দাবি করছে, তারা জেনিন ব্যাটালিয়নের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এ অভিযান চালাচ্ছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, দখলদার বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা মিলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

এদিন চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া একের পর এক ইসরাইলি হামলায় গাজাজুড়ে এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যা

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেষ এক ইসরাইলি হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এর আগেও একই শিবিরে পরিচালিত এক হামলায় ১৫ জন নিহত হন। যাদের মধ্যে ১১ জন শিশু ও একজন নারী ছিলেন।

খান ইউনিস ও গাজার উত্তরে হামলা

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক আহত হন। এছাড়া গাজা শহরের উত্তরে একটি বাড়িতে বোমাবর্ষণের ফলে ২ ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন বহু মানুষ। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরাইল যখন পুনরায় বিমান হামলা শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত ২,৮৭৬ জন নিহত হয়েছেন।

এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজারে।

পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সেখানে ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইলি বাহিনী বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছে।

ইসরাইল দাবি করছে, তারা জেনিন ব্যাটালিয়নের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এ অভিযান চালাচ্ছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, দখলদার বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা মিলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।