গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার

- Update Time : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ১৮ Time View
জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছেলে মঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ (এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মঞ্জু মিয়া। এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন নিহতের আরেক ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনার পর জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে পলাতক আসামিকে গ্রেফতারে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ।
অবশেষে বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে মঞ্জু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা।
বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয় তার মা।, ঐদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছটি কাটতে গেলে মাদকাসক্ত ছেলে মঞ্জু তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে ছেলে মঞ্জু ক্ষিপ্ত হয়ে তার মা মনজিলা বেগম জিরা (৬০)কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।এ সময় গাছ ক্রেতা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ মন্ডল থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
বর্তমানে আহত শেখ ফরিদ ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন সুস্থ রয়েছেন।
এ ব্যপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক বলেন হত্যা মামলার প্রধান আসামি মঞ্জু মিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়