গাইবান্ধায় রাস্তার উন্নয়নে এলাকাবাসীর স্বস্তি

- Update Time : ০৭:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ২০৪ Time View
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্যের রাস্তার সংষ্কার কাজ করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ গাইবান্ধা জেলার অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যায়ে কাজের দায়িত্ব পায় গাইবান্ধা শহরের খানকাহ শরীক চকমমরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তৌফিক এন্টারপ্রাইজ।
জানা যায়, সৈয়দপুর ঘাট থেকে একাডেমি বাজারগামী রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের চলাচল। এ পথ দিয়ে চরাঞ্চলের মানুষের উৎপাদিত পণ্য শহরে বিপননের জন্য আনে কৃষকেরা। দীর্ঘদিন অপেক্ষার পরে রাস্তা সংষ্কার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস বইছে।
এক বিশেষ বিবৃতিতে তৌফিক এন্টারপ্রাইজ এর ঠিকাদার আল ফারুক জানান, কাজটি শুরুর পূর্বে ব্লাক স্টোন,বিটুমিন,ইট,খোয়া ইত্যাদি মেটেরিয়াল একটি জায়গায় যত্ন সহকারে রাখা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের স্টাফদের উপস্থিতিতে গুরুত্ব সহকারে এসবিএসটি কাজ সম্পন্ন করা হয়। কাজের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী দীর্ঘ স্থায়িত্বই হবে।