ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে

গাইবান্ধায় ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : ১২:০০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১০৪ Time View

গাইবান্ধা পৌরসভার কুঠিপাড়া এলাকায় ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন।

অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন এবং বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও জব্দ করা হয়।অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সচেতন মহল বলছেন, সবুজ পাড়া,কুঠি পাড়া এলাকায় শিশু খাদ্য ছাড়াও সকল ব্রান্ডের নকল পণ্য তৈরি করে আসছে একটি চক্র। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলে আরও অনেক কিছুর সন্ধান মিলবে। অভিযুক্তদের আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনলে এহেন কর্মকাণ্ড হ্রাস পাবে।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update Time : ১২:০০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

গাইবান্ধা পৌরসভার কুঠিপাড়া এলাকায় ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন।

অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন এবং বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও জব্দ করা হয়।অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সচেতন মহল বলছেন, সবুজ পাড়া,কুঠি পাড়া এলাকায় শিশু খাদ্য ছাড়াও সকল ব্রান্ডের নকল পণ্য তৈরি করে আসছে একটি চক্র। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলে আরও অনেক কিছুর সন্ধান মিলবে। অভিযুক্তদের আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনলে এহেন কর্মকাণ্ড হ্রাস পাবে।