ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ২২৫ Time View

ট্রেনে দুই যাত্রীর বাগবিতণ্ডা থামাতে গিয়ে পুলিশের সামনেই মারধরের শিকার হলেন স্টেশনমাস্টার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে এলে ট্রেনের বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আরেক পুরুষ যাত্রীর বাগবিতণ্ডা শুরু হয়। দুজনের বাগবিতণ্ডা থামাতে যান দায়িত্বরত স্টেশনমাস্টার। এ সময় একপক্ষের যাত্রী ও স্বজনেরা তাঁকে মারধর করে।

স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি, ট্রেনে আগে ওঠা নিয়ে এক নারীর সঙ্গে পুরুষ যাত্রীর তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ করে এক যাত্রী ও তার স্বজনেরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। স্টেশনের জিআরপি পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি। কী করব, মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর মার চলে যাবে!

গাইবান্ধা রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। স্টেশনের মাস্টারসহ আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দেওয়ার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update Time : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ট্রেনে দুই যাত্রীর বাগবিতণ্ডা থামাতে গিয়ে পুলিশের সামনেই মারধরের শিকার হলেন স্টেশনমাস্টার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে এলে ট্রেনের বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আরেক পুরুষ যাত্রীর বাগবিতণ্ডা শুরু হয়। দুজনের বাগবিতণ্ডা থামাতে যান দায়িত্বরত স্টেশনমাস্টার। এ সময় একপক্ষের যাত্রী ও স্বজনেরা তাঁকে মারধর করে।

স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি, ট্রেনে আগে ওঠা নিয়ে এক নারীর সঙ্গে পুরুষ যাত্রীর তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ করে এক যাত্রী ও তার স্বজনেরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। স্টেশনের জিআরপি পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি। কী করব, মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর মার চলে যাবে!

গাইবান্ধা রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। স্টেশনের মাস্টারসহ আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দেওয়ার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।