গাইবান্ধায় নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটির অভিযোগ
- Update Time : ০৮:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ১৪ Time View
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর তিনটার আগেই বিদ্যালয় ছুটি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিউটি রাণী সরকার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন স্বেচ্ছাচারিতার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতনমহল।
বৃহস্পতিবার সরেজমিনে উত্তর ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অফিস,ক্লাসরুম ফাঁকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা আছে কিন্তু কোন শিক্ষক/শিক্ষিকা বা ছাত্র ছাত্রী নাই। শিশু শ্রেণির মূল্যবান খেলার সামগ্রী অযত্নে পড়ে আছে মাঠে। পরে পিছনে ফিরতে দেখা যায় একজন সহকারী শিক্ষিকাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসায় যাওয়ার জন্য ঠিক ৩ টায় স্কুল থেকে ২০০ গজ দূরে গাড়ির জন্য অপেক্ষা করতেছেন।
এলাকাবাসীর প্রশ্ন, শিশু শ্রেণির জন্য বরাদ্দ,স্লিপ ফান্ডের বরাদ্দ, ক্ষুদ্র মেরামত প্রকল্প বরাদ্দ ইত্যাদির আদৌ কি কোন সঠিক কাজ হয়েছে। আর প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে আমরা চিন্তিত।
এ বিষয়ে উত্তর ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিউটি রাণী সরকারকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যদিও স্কুল ছুটি সোয়া ৪ টায় কিন্তু তাঁর স্বামী অসুস্থ থাকায় তিনি ছুটি দিয়েছেন। একজন শিক্ষিকার স্বামী অসুস্থ হলে পুরো বিদ্যালয় ছুটি কেন দিতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে পারেননি। শিক্ষার মান,উপস্থিতি,সময়ের আগে ছুটির বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি বরং ফোন কেটে দেন।
সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, সময়ের আগে বিদ্যালয় ছুটির বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দেব কেন তিনি এমনটা করলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়