ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে: দুলু

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩৮ Time View

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন ভারতীয় ইন্ধনে এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হলো।’ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা কায়েম করেছিল। নকল করে পাস করতে হবে—এটা ভুলিয়ে দিয়েছিল।

আধুনিক শিক্ষাব্যবস্থা আনতে বিএনপি সরকার কাজ করে গেছে।’ দুলু বলেন, ‘শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছে। রিফাদ ছাত্রদলের কর্মী। সে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের বিএনপি পরিবারের গর্ব। নাটোর জেলা বিএনপি সব সময় রিফাদ মাহমুদের পাশে রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে: দুলু

রাজনীতি ডেস্ক
Update Time : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন ভারতীয় ইন্ধনে এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হলো।’ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা কায়েম করেছিল। নকল করে পাস করতে হবে—এটা ভুলিয়ে দিয়েছিল।

আধুনিক শিক্ষাব্যবস্থা আনতে বিএনপি সরকার কাজ করে গেছে।’ দুলু বলেন, ‘শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছে। রিফাদ ছাত্রদলের কর্মী। সে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের বিএনপি পরিবারের গর্ব। নাটোর জেলা বিএনপি সব সময় রিফাদ মাহমুদের পাশে রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।