‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সকল কার্যক্রম স্থগিত

- Update Time : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯২ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রশক্তির ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। ঐ স্ট্যাটাসে বলা হয়, গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।
প্রতিষ্ঠাকালীন ঐ ছাত্রসংগঠনটির সদস্যসচিব করা হয় নাহিদ হাসানকে। যিনি অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নির্দলীয় ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। এক বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।
নওরোজ/এসএইচ