গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে মণিরামপুরে মানববন্ধন

- Update Time : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১২৮ Time View
সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার (২৪ আগস্ট) সকাল ১০ টার সময় মণিরামপুর পৌরসভার সামনের মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে আয়োজিত এ মানবন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।
সুজন সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনের সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, উপজেলা জাসাস নেতা ও পিএফজির পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল ও সুজনের সদস্য শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সুজনের সদস্য প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, শিক্ষক শামসুজ্জামান, হাবিবুর রহমান নয়ন, হাফেজ সাইফুল ইসলাম, পিএফজির ইয়ুথ এ্যাম্বাসেডর মোঃ জাকারিয়া হোসেন, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।