ব্রেকিং নিউজঃ
গণঅভ্যুত্থানে আহতদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মুহাম্মদ মোশাররফ হোছাইন, ফেনী প্রতিনিধি
- Update Time : ০১:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৪০ Time View
ফেনী জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা সমাজ সেবা কার্যালয় এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ চিকিৎসা সেবা ক্যাম্প ২২ জানুয়ারি (বুধবার) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়, ফেনীতে অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পে অর্থোপেডিক্স, সার্জারি, চক্ষু এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন উপজেলা ও সিভিল সার্জন কার্যালয় এর মেডিকেল অফিসার গণ অংশ গ্রহণ চিকিৎসা সেবা প্রদান করেন। এই ক্যাম্পে আজ প্রথম দিন ৫২ জন আহত ফলোআপ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ১৫ জন আহতকে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে সিভিল সার্জন স্যারের প্রত্যয়ন সহ উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে৷ ক্যাম্প হতে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। আগামীকাল ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এই ক্যাম্প চলমান থাকবে।