গঙ্গাচড়ায় বিএনপির বহিষ্কৃত নেতা সুজনের জয়

- Update Time : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১৪৯ Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন জয়লাভ করেছেন।
বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সুজন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন পেয়েছেন ২৮ হাজার ২০৮ ভোট। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এই উপজেলায় ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১০১ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোকাররম হোসেন সুজন উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছিলেন।