খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে তরুণ সমাজকে: রংপুর জেলা প্রশাসক

- Update Time : ০৭:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৬ Time View
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা শুধু শারিরিক বিকাশ ঘটায় না, সেই সাথে শিক্ষার্থীদের মানসিক বিকাশও ঘটায়। তাছাড়া খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে তরুণ সমাজকে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় নগরীর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রংপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অভিভাবকদের প্রতি লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখার আহবান জানান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রংপুরের অধ্যক্ষ আহসান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সহ-সভাপতি মামুন উর রশীদ, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ ডব্লিউ রায়হান শাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ ১৯৫২ থেকে ১৯৭১ এর চিত্রপট তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী,অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়