এডিশনাল ডিআইজি মোঃ ফয়জুল কবির
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়

- Update Time : ১০:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৮৯ Time View
বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (ঢাকা) মোঃ ফয়জুল কবির বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা, যুব সমাজকে দেশ এবং সমাজ বিরোধী কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে হলে ক্রীড়ামুখী করতে হবে।
তিনি বলেন, খেলাধূলা মানুষের শারিরীক ও মানসিক শক্তি জোগায়। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা,সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে।
গত ২৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেহারী দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্ট ম্যাচ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২নং মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোয়াব মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ্ আলম শিপন, কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদেও, মোঃ আবু কাওসার, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক মেম্বার, মোঃ জামাল উদ্দিন, আব্দুল আলিম,ফাইজুল আমিন, হাফেজ আহমদ, মোঃ আব্দুল আওয়াল, মোঃ হোসেন মেম্বার, কাওসার আহমেদ, মোঃ সামসুল আলম মাস্টার, মোঃ শাহজাহান মিয়া, নারায়ন চন্দ্র দেব, মোঃ ইসানুর, মোঃ শাহপরান প্রমুখ।
উত্তেজনামুলক খেলায় অংশ গ্রহণ করেন শিকারপুর ফুটবল একাদশ বনাম মান্দারপুর ফুটবল একাদশ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এবং অতিথিদের কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়