খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন
- Update Time : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১২০ Time View
ঢাকা: রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
সোমবার (৬ নভেম্ববর) রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, রাত ৮টা ৩৫ মিনিটে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এর আগে, বিকেলে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর হয়ে আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড় পার হওয়ার সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।