ব্রেকিং নিউজঃ
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে ফখরুল

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৯ Time View
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
সূত্র জানায়, সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিতে বিএনপি মহাসচিব গিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করবেন তিনি।
মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।