ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাত, থানচিতে বিক্ষোভ

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১ Time View

খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে জড়ো হতে থাকে উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের পাহাড়ি প্রতিনিধি শিক্ষার্থীরা। সেখান থেকে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল করে তিন রাস্তার মোড় সামনে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা ও খুমী সম্প্রদায়ের প্রতিনিধি বক্তারা বলেন, লড়াই করে বাঁচতে হবে আমাদের। পাহাড়ে নিজের মাতৃভূমি রক্ষার্থে প্রতিবাদ করতে হবে। পাহাড়ে হাজার বছর ধরে সব সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি। অন্যায়ের প্রতিবাদ করলে, আদিবাসীদের অধিকার আদায়ে কথা বললে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জেলাগুলোতে আদিবাসীদের বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, কিছু কিছু দুর্বৃত্ত আদিবাসীদের বাড়ীঘরে আগুন দিচ্ছে আর আদিবাসীদের উপর হামলা করছে।

বক্তারা আরো বলেন, খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনতিবিলম্বে এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা। না হলে অন্যথায় থানচি’সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিন থেকে কঠোরভাবে আন্দোলনের প্রতিবাদ গড়ে তোলার হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাত, থানচিতে বিক্ষোভ

নওরোজ ডেস্ক
Update Time : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে জড়ো হতে থাকে উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের পাহাড়ি প্রতিনিধি শিক্ষার্থীরা। সেখান থেকে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল করে তিন রাস্তার মোড় সামনে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা ও খুমী সম্প্রদায়ের প্রতিনিধি বক্তারা বলেন, লড়াই করে বাঁচতে হবে আমাদের। পাহাড়ে নিজের মাতৃভূমি রক্ষার্থে প্রতিবাদ করতে হবে। পাহাড়ে হাজার বছর ধরে সব সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি। অন্যায়ের প্রতিবাদ করলে, আদিবাসীদের অধিকার আদায়ে কথা বললে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জেলাগুলোতে আদিবাসীদের বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, কিছু কিছু দুর্বৃত্ত আদিবাসীদের বাড়ীঘরে আগুন দিচ্ছে আর আদিবাসীদের উপর হামলা করছে।

বক্তারা আরো বলেন, খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনতিবিলম্বে এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা। না হলে অন্যথায় থানচি’সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিন থেকে কঠোরভাবে আন্দোলনের প্রতিবাদ গড়ে তোলার হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।

নওরোজ/এসএইচ