ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা
- Update Time : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৩ Time View
কাঠমন্ডুতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। পরের দিন দেশে ফিরে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে আসেন সাফজয়ীরা। সেখানে সাবিনাদের জন্য এক কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১১ অক্টোবর) এই পুরস্কারের অর্থ বুঝিয়ে দেওয়া হয় তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে চেক হস্তান্তরের ছবি প্রকাশ করে তা নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।
পুরস্কারের ১ কোটি টাকা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
এর আগে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছে পুরস্কার ঘোষণা করেছিল বাংলেদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার নারী ফুটবলারদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণ দেয় বিসিবি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির আর্থিক পুরস্কার ছিল ৫০ লাখ টাকা।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
নওরোজ/এসএইচ