ক্যালিফোর্নিয়ার দাবানলে ৫ জনের মৃত্যু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

- Update Time : ০৪:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১৬১ Time View
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বুধবার (৮ জানুয়ারি) অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে, চরম চাপের মুখে পড়েছে অগ্নিনির্বাপণ ও পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় এক লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা জানিয়েছে, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পাঁচটি পৃথক অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে প্যাসিফিক পালিসেডস এলাকায় আগুন ১৫ হাজার ৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে, সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০ হাজার ৬০০ একর জমি। এই দাবানলটি এরই মধ্যে পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে।
তীব্র বাতাস ও পানি সংকট
ঘটনাস্থলগুলোতে প্রবল বাতাস অগ্নিনির্বাপণের চেষ্টায় বাধা সৃষ্টি করছে। প্যাসিফিক পালিসেডস এলাকায় পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান জানিয়েছেন, তিনটি বড় পানির ট্যাংকের মজুত শেষ হওয়ায় অনেক হাইড্র্যান্ট শুকিয়ে গেছে।
প্যাসিফিক পালিসেডস এলাকাটি সাধারণত চড়া দামের বাড়ি ও তারকাদের বাসস্থানের জন্য পরিচিত। বর্তমানে এলাকাটি চরম বিপদের মুখে রয়েছে। জেমি লি কার্টিস, ম্যান্ডি মুর এবং মার্ক হ্যামিলের মতো তারকারাও তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
দাবানলের ধোঁয়া ও আগুন লস অ্যাঞ্জেলেসের আকাশকে রক্তিম করে তুলেছে। প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় তীব্র স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি এখনো বিপজ্জনক
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে।
লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, বাতাসের তীব্রতা পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দলগুলো।
আকুওয়েদারের হিসাব অনুযায়ী, এই দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি হতে পারে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এক অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়