ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে লিটন-মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১ Time View

পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের মাঠেই টেস্টে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করে বাংলাদেশ দল। সিরেজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত খেলেছিল টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স তখন মাত্র সাড়ে ১১ ওভার। এরই মধ্যে কিনা ২৬ রান তুলতে নেই ৬ উইকেট।

দলের এমন বিপদের সময় ১৬৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তাতেই ঘুরে দাঁড়ায় বাঙলাদেশ। মেহেদি হাসান মিরাজও এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন, যা তাকে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই উন্নতির দিকে নিয়ে গেছে।

প্রথম ইনিংসে ৭৮ রান করার পাশাপাশি, মিরাজ বল হাতে পাঁচ উইকেট শিকার করেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে। তার এই পারফরম্যান্সের কারণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি ১০ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠেছেন, আর বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২২তম স্থানে এবং অলরাউন্ডারদের মধ্যে সপ্তম স্থানে উন্নীত হয়েছেন।

বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তারা এখন পয়েন্টের ভিত্তিতে নিউজিল্যান্ডের পরে চতুর্থ স্থানে রয়েছে, যা টাইগারদের টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে লিটন-মিরাজ

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের মাঠেই টেস্টে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করে বাংলাদেশ দল। সিরেজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত খেলেছিল টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স তখন মাত্র সাড়ে ১১ ওভার। এরই মধ্যে কিনা ২৬ রান তুলতে নেই ৬ উইকেট।

দলের এমন বিপদের সময় ১৬৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তাতেই ঘুরে দাঁড়ায় বাঙলাদেশ। মেহেদি হাসান মিরাজও এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন, যা তাকে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই উন্নতির দিকে নিয়ে গেছে।

প্রথম ইনিংসে ৭৮ রান করার পাশাপাশি, মিরাজ বল হাতে পাঁচ উইকেট শিকার করেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে। তার এই পারফরম্যান্সের কারণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি ১০ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠেছেন, আর বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২২তম স্থানে এবং অলরাউন্ডারদের মধ্যে সপ্তম স্থানে উন্নীত হয়েছেন।

বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তারা এখন পয়েন্টের ভিত্তিতে নিউজিল্যান্ডের পরে চতুর্থ স্থানে রয়েছে, যা টাইগারদের টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারবে।

নওরোজ/এসএইচ