ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্রশিবির
- Update Time : ০৫:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৮৬০ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরাপদ পানি পান কর্মসূচি অংশ হিসেবে এ কার্যক্রম শুরুর ঘোষণা দেন সংগঠনটি।
এসময় সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকেই নিগৃহীত, নিষ্পেষিত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য বাংলাদেশ ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজকে থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।
জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সকল সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা যে দুই-একটি ফিল্টার দিয়ে এত শিক্ষার্থীদের চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করব। সেখানে কাপড় শোকানো কঠিন হয়ে যায়। আমরা পরিকল্পনা ঘহণ করেছি ছাত্রী হলে ওয়াশিং ম্যাশিন স্থাপন করব। পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং ম্যাশিন স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছি।
এ সময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































