ব্রেকিং নিউজঃ
কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি দর্শকের

নওরোজ স্পোর্টস ডেস্ক
- Update Time : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ২৬০ Time View
আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। মাঠে প্রবেশ করে ব্যাটিংয়ে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এই সমর্থক।
ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিসমৃদ্ধ টি-শার্ট ও মাস্ক পরে ফাইনালের মাঠে অনুপ্রবেশ করেন এই দর্শক।
আজ ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে ভারত। তাদের ইনিংসের ১৪তম ওভারে ঘটে ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অবশ্য সম্প্রচার ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এই দৃশ্য।
যদিও এই ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরও ঘটে গেল এমন ঘটনা।