ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন

কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত-৪

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১১৬ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। এতে এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার চর চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় যুবদল নেতা মো.রুবেল (২৮), স্বেচ্ছাসেবকদল নেতা মো.বারেক (৩০) যুবদল কর্মি মো.সুমন (৩৪) ও খাইরি বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকান্ড ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ডাকে বিএনপির একাংশের নেতাকর্মিরা। পরে একই স্থানে চরএলাহী ইউনিয়ন বিএনপির ই্উনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ অনুসারীরা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে একই স্থানে মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেলনা দেখা দেয়। পরে বিক্ষুদ্ধ লোকজন কিছু সময় চরএলাহী বাজার টু চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

বিএনপি নেতা ইসমাইল হোসেন তোতা অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিত ভাবে কিছু বিএনপি নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় আমার ছোট ভাই ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। সকল মিথ্যাচারের প্রতিবাদে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়।

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারের একাধিক অনুসারী অভিযোগ করে বলেন, আজকে আমাদের কোন কর্মসূচি ছিল না। দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় গত রোববার সাহাব উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টা করে ইব্রাহীম তোতা। এ ঘটনায় একটি মামলা করা হয়। আজ ওই মামলার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিয়ে দিকে গেলে ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। দুইজন বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে এ বিষয়ে জানাবো।

Please Share This Post in Your Social Media

কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত-৪

নোয়াখালী প্রতিনিধি
Update Time : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। এতে এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার চর চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় যুবদল নেতা মো.রুবেল (২৮), স্বেচ্ছাসেবকদল নেতা মো.বারেক (৩০) যুবদল কর্মি মো.সুমন (৩৪) ও খাইরি বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকান্ড ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ডাকে বিএনপির একাংশের নেতাকর্মিরা। পরে একই স্থানে চরএলাহী ইউনিয়ন বিএনপির ই্উনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ অনুসারীরা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে একই স্থানে মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেলনা দেখা দেয়। পরে বিক্ষুদ্ধ লোকজন কিছু সময় চরএলাহী বাজার টু চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

বিএনপি নেতা ইসমাইল হোসেন তোতা অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিত ভাবে কিছু বিএনপি নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় আমার ছোট ভাই ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। সকল মিথ্যাচারের প্রতিবাদে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়।

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারের একাধিক অনুসারী অভিযোগ করে বলেন, আজকে আমাদের কোন কর্মসূচি ছিল না। দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় গত রোববার সাহাব উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টা করে ইব্রাহীম তোতা। এ ঘটনায় একটি মামলা করা হয়। আজ ওই মামলার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিয়ে দিকে গেলে ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। দুইজন বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে এ বিষয়ে জানাবো।