ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নব নির্মিত জীববিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০১:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১৮১ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নব নির্মিত জীববিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধিত ল্যাবরেটরির নাম দেওয়া হয়েছে ‘মোছা. ইসমত আরা খন্দকার জীববিজ্ঞান ল্যাবরেটরি’।

সোমবার (২ জুন) কেবি কলেজে স্থাপিত জীববিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার স্যার। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গর্ভনিং বডির সদস্য অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আধুনিক সুবিধা সম্বলিত অন্যান্য ল্যাব থাকলেও জীববিজ্ঞান ল্যাবটি জরাজীর্ণ ও পুরাতন। এজন্য শিক্ষার্থীদের জীববিজ্ঞানের ব্যবহারিক বিষয়ে অনেক অসুবিধা পোহাতে হতো। এমতাবস্থায় কলেজে নতুন ও আধুনিক জীববিজ্ঞান ল্যাব স্থাপনের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। নবনির্মিত এই ল্যাবরেটরিটি উদ্বোধনের মাধ্যমে কলেজের বিজ্ঞান বিভাগের সকল ল্যাবরেটরি থেকেই এখন যুগোপযোগী ও আধুনিক সুবিধা পাবে শিক্ষার্থীরা।

আরও জানা যায়, মোছা. ইসমত আরা খন্দকার ছিলেন কেবি কলেজের জীববিজ্ঞান বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ছিলেন শিক্ষক-শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্ব। তৎকালীন কলেজ কর্তৃপক্ষের চরম অন্যায় ও নির্যাতনে কলেজে কর্মরত অবস্থায় গত ২০১৯ সালের ০৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ আছে, সেসময় তাঁর বেতনসহ সকল সুবিধা বন্ধ রাখা হয়। এর ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েও পর্যাপ্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন।

তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জীববিজ্ঞান ল্যাবরেটরি এই নামকরণ করা হয়ছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

এবিষয়ে কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজে বিজ্ঞান বিভাগের অন্যান্য ল্যাবরেটরির আধুনিকায়ন হলেও জীববিজ্ঞান ল্যাবরেটরিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি পুনরায় দায়িত্ব নেয়ার পরে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি বিবেচায় নিয়ে দ্রুত এটি আধুনিকায়নের ওপর জোর দেই। আশা করছি নব নির্মিত এই গবেষণাগাে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ সুবিধা পাবে এবং তারা জীববিজ্ঞানের পাঠকে আরও সহজ ও প্রাণবন্ত করে শিখতে পারবে।

তিনি আরও বলেন, কলেজের প্রাক্তন জীববিজ্ঞান শিক্ষক মোছা. ইসমত আরা খন্দকারের প্রতি তৎকালীন কলেজ কর্তৃপক্ষ অনেক অন্যায় ও অবিচার করেছে। তিনি ক্যান্সারে আক্রান্ত থাকার পরও পর্যাপ্ত চিকিৎসা নিতে পারেননি। কলেজের প্রতি তাঁর অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাঁর স্মৃতির রক্ষার জন্যই তাঁর নামে নতুন জীববিজ্ঞান ল্যাবরেটরির নামকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নব নির্মিত জীববিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০১:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নব নির্মিত জীববিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধিত ল্যাবরেটরির নাম দেওয়া হয়েছে ‘মোছা. ইসমত আরা খন্দকার জীববিজ্ঞান ল্যাবরেটরি’।

সোমবার (২ জুন) কেবি কলেজে স্থাপিত জীববিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার স্যার। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গর্ভনিং বডির সদস্য অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আধুনিক সুবিধা সম্বলিত অন্যান্য ল্যাব থাকলেও জীববিজ্ঞান ল্যাবটি জরাজীর্ণ ও পুরাতন। এজন্য শিক্ষার্থীদের জীববিজ্ঞানের ব্যবহারিক বিষয়ে অনেক অসুবিধা পোহাতে হতো। এমতাবস্থায় কলেজে নতুন ও আধুনিক জীববিজ্ঞান ল্যাব স্থাপনের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। নবনির্মিত এই ল্যাবরেটরিটি উদ্বোধনের মাধ্যমে কলেজের বিজ্ঞান বিভাগের সকল ল্যাবরেটরি থেকেই এখন যুগোপযোগী ও আধুনিক সুবিধা পাবে শিক্ষার্থীরা।

আরও জানা যায়, মোছা. ইসমত আরা খন্দকার ছিলেন কেবি কলেজের জীববিজ্ঞান বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ছিলেন শিক্ষক-শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্ব। তৎকালীন কলেজ কর্তৃপক্ষের চরম অন্যায় ও নির্যাতনে কলেজে কর্মরত অবস্থায় গত ২০১৯ সালের ০৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ আছে, সেসময় তাঁর বেতনসহ সকল সুবিধা বন্ধ রাখা হয়। এর ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েও পর্যাপ্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন।

তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জীববিজ্ঞান ল্যাবরেটরি এই নামকরণ করা হয়ছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

এবিষয়ে কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজে বিজ্ঞান বিভাগের অন্যান্য ল্যাবরেটরির আধুনিকায়ন হলেও জীববিজ্ঞান ল্যাবরেটরিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি পুনরায় দায়িত্ব নেয়ার পরে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি বিবেচায় নিয়ে দ্রুত এটি আধুনিকায়নের ওপর জোর দেই। আশা করছি নব নির্মিত এই গবেষণাগাে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ সুবিধা পাবে এবং তারা জীববিজ্ঞানের পাঠকে আরও সহজ ও প্রাণবন্ত করে শিখতে পারবে।

তিনি আরও বলেন, কলেজের প্রাক্তন জীববিজ্ঞান শিক্ষক মোছা. ইসমত আরা খন্দকারের প্রতি তৎকালীন কলেজ কর্তৃপক্ষ অনেক অন্যায় ও অবিচার করেছে। তিনি ক্যান্সারে আক্রান্ত থাকার পরও পর্যাপ্ত চিকিৎসা নিতে পারেননি। কলেজের প্রতি তাঁর অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাঁর স্মৃতির রক্ষার জন্যই তাঁর নামে নতুন জীববিজ্ঞান ল্যাবরেটরির নামকরণ করা হয়েছে।