কৃষিতে ইন্টার্নশীপ চালুর আশ্বাস উপাচার্যের
শেকৃবিতে প্রথমবারের মতো এগ্রি কার্নিভাল

- Update Time : ০৯:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৩২ Time View
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো আয়োজিত হলো “এগ্রি কার্নিভাল ১.০”।
শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ কৃষি অনুষদে অতি শীঘ্রই ইন্টার্নশীপ চালুর আশ্বাস দেন।
উপাচার্য বলেন, “গত সপ্তাহে কৃষিতে ইন্টার্নশীপ চালুর বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (ASVM) ফ্যাকাল্টিতে ইতোমধ্যে ইন্টার্নশীপ চালু রয়েছে, কিন্তু কৃষি অনুষদসহ অন্যান্য অনুষদে এখনও তা চালু হয়নি। ইউজিসি চেয়ারম্যানও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন এবং এই দাবির প্রতি সহমত প্রকাশ করেছেন। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই কৃষিতে ইন্টার্নশীপ চালু করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কার্নিভাল ছিল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এক প্রয়াস। অনুষ্ঠানে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ঊষান ৭৯ ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং নবাগত ব্যাচকে বরণ করে নেওয়া হয়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন তার বক্তব্যে কৃষি অনুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন।
তিনি কৃষিতে ইন্টার্নশীপ চালুর পাশাপাশি গবেষণার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠটি শেকৃবির অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক আশাবুল হক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়