কুষ্টিয়ায় ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার
- Update Time : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১২ Time View
কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস থেকে ৫০ এমএলের ২১ বোতল এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যশোরের বেনাপোল হতে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে (বেনাপোল টু ঢাকা) এলএসডির একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলষ্টেশনে অবস্থান নেয়।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ রেলষ্টেশনে পৌঁছালে বিজিবি টহলদল ট্রেনটি থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ২১ বোতল এলএসডি উদ্ধার করে।
এ সময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়