কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
- Update Time : ০১:৪৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১২৫ Time View
কুষ্টিয়ায় বিএফইউজে’র নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার,মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু,জাতীয় দৈনিক গণকন্ঠ ও ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, জাতীয় যুব শ্রমিকলীগ কুষ্টিয়ার আহবায়ক রাসেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং একজন প্রবীণ সাংবাদিকের বাসভবনে সন্ত্রাসী হামলা এটা কিসের আলামত!এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭০ দশকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে হামলাকারীদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে এর থেকেও কঠোরভাবে জাতীয় পর্যায়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির দপ্তর সম্পাদক এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ,নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন, লাখো কন্ঠ জেলা প্রতিনিধি সামরুজ্জামান সামুন,ভোরের চেতনা জেলা প্রতিনিধি এইচ,এম,বেলাল,বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সুমন মাহমুদ সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়