কুরআন অবমাননার প্রতিবাদে টঙ্গীতে ওলামা-মাশায়েখদের মানববন্ধন
- Update Time : ০৭:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২১১ Time View
গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার সকাল ১১টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-কালীগঞ্জ মহাসড়কের উপর টঙ্গী পূর্ব থানার সামনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লিরা অংশ নেন। এতে বক্তারা বলেন, নরওয়ের অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। তারা অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধনের আয়োজনে ছিল জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ, আর সভাপতিত্ব করেন টঙ্গী শীর্ষ ওলামা মাশায়েখ ও সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এমন নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশ নেন, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।



















































































































































































