কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

- Update Time : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬০ Time View
প্রতিবারের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদ্যা ও সঙ্গীতের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই পূজার আয়োজন করা হয়।
পূজার আয়োজনে সকাল থেকে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল ৯টায় দেবীর বন্দনা শুরু হয়। সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। দুপুর ১টায় প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা শেষ হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ধর্ম হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের আচরণ করতে হবে। ধর্মের মূল বিষয় হচ্ছে মানবিকতা। এই মানবিকতা গড়তে হবে মানুষের সাথে মানুষের, মানুষের সাথে সম্পদের এবং মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে।
তিনি আরো বলেন, আজকের এই পুজোর উদ্দেশ্য হচ্ছে ধর্মকে ধারণ করা। আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন ধর্মীয় বিনিবিধানগুলো উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করি।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাস বলেন, প্রতিবছরের ন্যায় এবারও পূজা উদযাপন পরিষদের আয়োজনে সুষ্ঠুভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার প্রশংসা করছি। আশা করি, প্রশাসনের সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়াও বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়