কুবি সায়েন্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১০:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১৩১ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিনের সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন, সাবেক সভাপতি নুরুল মোস্তাফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আফ্রিদি।
আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ বলেন, ‘বিজ্ঞানের ভিত্তিতে সাওমের গুরুত্ব নিয়ে যদি কোনো গবেষক আলোচনা করতেন, তাহলে অন্যান্য ক্লাবের ইফতারের চাইতে সায়েন্স ক্লাবের ইফতার আরও ব্যতিক্রমী হতো। আমি প্রত্যাশা করি, আগামীতে যখন এই আয়োজন হবে, তখন আমরা নতুন ধরনের কোনো বৈজ্ঞানিক আলোচনার আয়োজন করার চেষ্টা করব।’
সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সবাইকে স্বাগতম। এভাবে ইফতারের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি। প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দেশের বিভিন্ন জায়গায় সুনাম বয়ে আনছে। জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্লাবটি কৃতিত্ব অর্জন করছে। আমি আশা করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সগৌরবে সামনে এগিয়ে যাবে।’








































































































































































































