কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন ‘কাকা সমাজ’

- Update Time : ০৪:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভিনব একটি আয়োজনের নাম ‘কাকা সমাজ’। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
মূলত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থাৎ ১৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজনটি প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় জীবনের নানা গল্প উঠে আসবে।
সাংস্কৃতিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ড দল ‘প্ল্যাটফর্ম’ ও ঢাকার একটি ব্যান্ড ‘ডায়িং এমবার্স’ গান গাইবে।
প্রতি ব্যাচে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের নানা ধরণের গল্প থাকে। একই ধরণের মানুষ কিংবা একই মানসিকতার মিলনে ব্যাচগুলোর মধ্যে আলাদা সার্কেল তৈরি হয়। কোন সার্কেল ব্যস্ত থাকে পড়ালেখা নিয়ে, কোন সার্কেল সংগঠন আবার কোন সার্কেলের আলোচনার বিষয় হয়ে উঠে সমসাময়িক দেশ, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি। আলোচনার বিষয় যাই হোক দিনশেষে গল্পটা বন্ধুত্বের, বন্ধুদের।
এত মানুষের ভীড়ে পড়ালেখা করতে এসে তৈরি হওয়া এই সার্কেলগুলোই থেকে যায় শেষ পর্যন্ত। সেই বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেই এমন একটা সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। ‘কাকা সমাজ’ আয়োজনের গল্পটা বলছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল হক। উজ্জ্বল এই আয়োজন বাস্তবায়নে কাজ করে যাওয়া মানুষের মধ্যে অন্যতম একজন।
সার্বিক বিষয়ে উজ্জ্বল হক বলেন, ‘আমরা এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের সকল সার্কেলকে উৎসর্গ করছি। নানা সার্কেল নানা গল্প। এই নানা গল্প, নানা মানুষকে এক ছাদের নিচে অনুভব করতে চাই বলেই এই আয়োজন করতে যাচ্ছি। সকলের আমন্ত্রণ রইলো। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। সবার আমন্ত্রণ রইলো।’
অনুষ্ঠানের নাম ‘কাকা সমাজ’ কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বন্ধুরা যখন একসাথে আড্ডা দেই কিংবা দেখা হয় তখন একে অপরকে মামা বা কাকা বলে সম্বোধন করি। মামা বিষয়টা খুব সাধারন সম্বোধন হয়ে গিয়েছে ইদানিং। তাই এই অনুষ্ঠানের নামটা ‘কাকা সমাজ’ করার সিদ্ধান্ত নিয়েছি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়