কুবি শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

- Update Time : ১০:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১০৭ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কু্বি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল ৫ টায় তাদের এই কার্যক্রম শুরু হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, ভিত্তিপ্রস্তর প্রাঙ্গণ এবং বিজয়-২৪ হল প্রাঙ্গণে হাসনাহেনা, কাঠবাদাম, আমলকী গাছ লাগান নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত সজল, আহবায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, জিসান খান, আব্দুল্লাহ মোহাম্মদ মাসুদ, মোফাজ্জল হোসেন, নাঈম হোসেন, সাদেক সাকের, মুন্তাসির বিল্লাহ পাটোয়ারী এবং মোরশেদুল ইসলাম।
এনিয়ে সংগঠনটির আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার এর পূর্ব অংশের জায়গার গাছটি মরে যাওয়ায় দীর্ঘদিন যাবৎ জায়গাটি খালি পড়ে আছে। তাই আমরা তাৎক্ষণিকভাবে পূর্বের ন্যায় হাসনাহেনা গাছ লাগিয়েছি। পাশাপাশি জিয়া চত্বর, এবং বিজয়-২৪ হলের সামনে স্বল্প পরিসরে কিছু গাছ লাগিয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বড় পরিসরে গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুদূর সৌদি আরবের মরুভূমিতে গাছ লাগিয়ে যেই নজির স্থাপন করেছেন তার থেকে অনুপ্রাণিত হয়েই আমাদের এই কার্যক্রম।’
যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ার, সেই ধারাবাহিকতায় আজ অনুকূল পরিবেশ পেয়েছি বলে শহিদ মিনার, হল প্রাঙ্গণ এবং জিয়া চত্বরে কুবি ছাত্রদলের সহযোদ্ধাদের নিয়ে আমরা প্রথম ধাপে বৃক্ষরোপণ করেছি। ইনশা-আল্লাহ আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়