কুবির রোটার্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি
- Update Time : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৯২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব এবং আনন্দলোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রোটার্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যাক্ট তানভীর আনজুম সাজন এবং সেক্রেটারি রোটার্যাক্ট আল-আমিন। অন্যদিকে আনন্দলোক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
চুক্তির আওতায় আগামী ছয় মাস প্রতি সপ্তাহে শনিবার রোটার্যাক্ট ক্লাবের একটি টিম স্কুলটিতে ফ্রি ক্লাস পরিচালনা করবে। সেখানে বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী নিয়মিত অংশ নেবে।
এ বিষয়ে রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আনজুম সাজন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নিয়মিত সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে এই উদ্যোগের পরিকল্পনা করে আসছিলাম। আনন্দলোক স্কুলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমাদের স্বপ্নের প্রকল্পটি আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।”
তিনি আরও জানান, “আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”
আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “একটি বিশ্ববিদ্যালয় এলাকার কমিউনিটির সঙ্গে যুক্ত থাকাটা অত্যন্ত জরুরি। গত ১৩–১৪ বছরে এ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। শিশুদের সামগ্রিক বিকাশের ভাবনা থেকেই আমি স্কুলটি প্রতিষ্ঠা করেছি।”
তিনি আরও বলেন, “স্কুলে প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও একাডেমিক সহায়তার জন্য আলাদা সময় দেওয়ার প্রয়োজন ছিল। রোটার্যাক্ট ক্লাব আগ্রহ প্রকাশ করায় এ উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ এখন অন্তত কিছুটা হলেও শিক্ষাসেবার সুফল পাবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































