কুবিতে শুরু হলো আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২৫

- Update Time : ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৪২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বনাম নৃবিজ্ঞান বিভাগের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ালো আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৫।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলমের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
শারিরীক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ১৭ টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২০ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল হাকিম। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আমি আশা করি আমাদের খেলোয়াড়রা মাঠে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে শান্তিপূর্ণ একটা খেলা উপহার দিবে। ক্রীড়ার কার্যক্রমকে গতিশীল রাখতে, খেলোয়াড়দের মান উন্নয়নে এবং মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার চেষ্টা করবো।’
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ সোহরাব উদ্দীন বলেন, ‘আমরা নভেম্বর থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত খেলা পরিচালনা করব যতগুলো পারা যায়। বিভাগগুলোকে জানানো হয়েছে ইতোমধ্যে আমরা ব্যাটমিন্টনের সার্কুলার দিয়ে দিয়েছি। তোমাদের কাছে একটাই চাওয়া আমরা আর মাঠে কোন ধরনের অসৎ আচরণ চাই না। খেলোয়াড়দেরই এই দায়িত্ব নিতে হবে। আমরা খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করব। আমি প্রশাসনকে বলেছি কিভাবে এই ক্রীড়াকে আরও উন্নত করা যায় তার দিকে নজর দিতে। তোমরা ভাল খেলো, আশা করি আমরা ভালো জায়গায় যাব।’
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে নৃবিজ্ঞান বিভাগকে হারিয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ জয়লাভ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়