ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সালাহউদ্দিনকে ‘নব্য গডফাদার’ বলায় এনসিপি’র মঞ্চ ভাঙচুর, সভা পণ্ড স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে শিশু হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার জামায়াতের অনেক দায় কাধেঁ নিয়েছে বিএনপি – টুকু টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেপ্তার ফ্যাসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে: মির্জা ফখরুল রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১, আহত ২৫ এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

কুবিতে পরপর আন্তঃবিভাগ নাট্য চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

মো সাজিদুর রহমান, কুবি প্রতিনিধি
  • Update Time : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৮৯ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার’ কর্তৃক চতুর্থবারের মত আয়োজি হয়েছে আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতা। নাট্য প্রতিযোগিতার সমাপনী পর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ নাটক মঞ্চায়ন করে। বিভাগ গুলো হলো বাংলা বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, ইংরেজি বিভাগ এবং নৃবিজ্ঞান বিভাগ।

এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও প্রত্নতত্ত্ব বিভাগ। এছাড়া সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। এরপর থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হান্নান রহিম ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়া সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা নাহিদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এতো সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেমেয়েরা এতো এতো অনুষ্ঠান আয়োজন করে আমার মনে হয় এটাই বাংলাদেশের মানুষের স্প্রিরিট যে এতো সীমাবদ্ধতার পরেও তারা এগিয়ে যায়। আর এই ইচ্ছাশক্তিকে সহায়ক শক্তি হিসেবে নিয়ে কিছু সংস্কৃতিমনা মানুষ নাটক সিনেমার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে থাকে। যার মাধ্যমে সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা আসে। আমার প্রত্যাশা থাকবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের এই সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাধ্যমতো সহযোগিতা করে যাবে।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘নাটক মেধা, মনন, সময় এবং আমাদের জীবনের কথা বলে। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা সবকিছুর সমন্বয়ে পরিচালিত হবে এবং এখান থেকে বের হবে সকল গুনে গুণান্বিত হয়ে। এই প্রত্যাশা থেকেই আসলে আমরা সংগঠন গুলো করি। আজকে যারা অংশগ্রহণ করেছো এখানে ভালো খারাপের প্রশ্নই আসে না। আমরা আজকে চার টুকরো বাংলাদেশের খন্ডচিত্র উপস্থাপিত হতে দেখলাম। যারা বিজিত হয়েছো তাদেরকে অভিনন্দন।’

হাসেনা বেগম বলেন, ‘আজকে আমরা চারটি দলের নাটক উপস্থাপনা দেখলাম। আমি সবার অভিনয়েই মুগ্ধ হয়েছি, সবাই খুব ভালো অভিনয় করেছে। অনেক সুন্দর সুন্দর থিম তারা উপস্থাপন করেছে। যেহেতু এটা একটা প্রতিযোগীতা সুতরাং এখানে কেউ বিজয়ী হবে কেউ হারবে। তবে আমি সবাইকেই অভিনন্দন জানাই। যারা বিজয়ী হতে পারেন নাই তারা আগামীতে আরও ভালো করবেন। সবার জন্য শুভকামনা!’

থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটাই আমার শেষ প্রোগ্রাম। আশা করি আগামীতে সবাই থিয়েটারের সাথে থাকবেন। আজকের এই সুন্দর আয়োজনে আমি স্যারদের এবং থিয়েটার কর্মীবৃন্দদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতাই আজকের এই সুন্দর আয়োজন।

Please Share This Post in Your Social Media

কুবিতে পরপর আন্তঃবিভাগ নাট্য চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

মো সাজিদুর রহমান, কুবি প্রতিনিধি
Update Time : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার’ কর্তৃক চতুর্থবারের মত আয়োজি হয়েছে আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতা। নাট্য প্রতিযোগিতার সমাপনী পর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ নাটক মঞ্চায়ন করে। বিভাগ গুলো হলো বাংলা বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, ইংরেজি বিভাগ এবং নৃবিজ্ঞান বিভাগ।

এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও প্রত্নতত্ত্ব বিভাগ। এছাড়া সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। এরপর থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হান্নান রহিম ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়া সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা নাহিদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এতো সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেমেয়েরা এতো এতো অনুষ্ঠান আয়োজন করে আমার মনে হয় এটাই বাংলাদেশের মানুষের স্প্রিরিট যে এতো সীমাবদ্ধতার পরেও তারা এগিয়ে যায়। আর এই ইচ্ছাশক্তিকে সহায়ক শক্তি হিসেবে নিয়ে কিছু সংস্কৃতিমনা মানুষ নাটক সিনেমার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে থাকে। যার মাধ্যমে সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা আসে। আমার প্রত্যাশা থাকবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের এই সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাধ্যমতো সহযোগিতা করে যাবে।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘নাটক মেধা, মনন, সময় এবং আমাদের জীবনের কথা বলে। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা সবকিছুর সমন্বয়ে পরিচালিত হবে এবং এখান থেকে বের হবে সকল গুনে গুণান্বিত হয়ে। এই প্রত্যাশা থেকেই আসলে আমরা সংগঠন গুলো করি। আজকে যারা অংশগ্রহণ করেছো এখানে ভালো খারাপের প্রশ্নই আসে না। আমরা আজকে চার টুকরো বাংলাদেশের খন্ডচিত্র উপস্থাপিত হতে দেখলাম। যারা বিজিত হয়েছো তাদেরকে অভিনন্দন।’

হাসেনা বেগম বলেন, ‘আজকে আমরা চারটি দলের নাটক উপস্থাপনা দেখলাম। আমি সবার অভিনয়েই মুগ্ধ হয়েছি, সবাই খুব ভালো অভিনয় করেছে। অনেক সুন্দর সুন্দর থিম তারা উপস্থাপন করেছে। যেহেতু এটা একটা প্রতিযোগীতা সুতরাং এখানে কেউ বিজয়ী হবে কেউ হারবে। তবে আমি সবাইকেই অভিনন্দন জানাই। যারা বিজয়ী হতে পারেন নাই তারা আগামীতে আরও ভালো করবেন। সবার জন্য শুভকামনা!’

থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটাই আমার শেষ প্রোগ্রাম। আশা করি আগামীতে সবাই থিয়েটারের সাথে থাকবেন। আজকের এই সুন্দর আয়োজনে আমি স্যারদের এবং থিয়েটার কর্মীবৃন্দদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতাই আজকের এই সুন্দর আয়োজন।