ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন

কুড়িগ্রামে ধীরে ধীরে মাদক পয়েন্টগুলো সচল হয়ে উঠেছে

সুলতান আহমেদ , কুড়িগ্রাম
  • Update Time : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ২৭৯ Time View

শীতের কুয়াশামাখা স্নিগ্ধমাখা আচরণের ভিতর আধো আধো কুয়াশাচ্ছন্নতায় যখন মানুষ যুবুথুবু ঠিক সেই সময়ে শীতের আড়ালে আবডালে আবারো ভেসে উঠছে মাদকের ডামাডোল।

কুড়িগ্রামে মাদকের রাস্তাগুলো এ সময়ে ধীরে ধীরে সচল হয়ে উঠেছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার চিলমারী -নারায়নগঞ্জ, চিলমারী -দাতভাঙ্গা, চিলমারী রাজীবপুর, ফকিরের হাট-রৌমারীর চর অন্যদিকে মোগল বাছা -রৌমারী, মোগলবাছা-ভারতের ধুবরী, মোগল বাছা-ভেলুর হাট কুড়িগ্রাম ধরলা ব্রীজ থেকে ফকিরের হাট , ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারী, দক্ষিণ হাট , নাগেশ্বরী উপজেলার ব্রীজের পার, রামখনা দীঘিরপাড় , ফুলবাড়ী উপজেলার গঙ্গার হাট, বালার হাট বিজিপি ক্যাম্প সংলগ্ন ২টি এলাকা , নাগেশ্বরী -বেরুবাড়ী, ফুলবাড়ী খড়িবাড়ী, ভূরুঙ্গামারী- জয়মনী, কুড়িগ্রাম বাংটুর ঘাট, রাজারহাট বাই পাস কুড়িগ্রাম, তিস্তা-রাজারহাট , উলিপুর হায়াৎ খাঁ, উলিপুর ডাকবাংলা পাড়া ,নগড়াকুড়া ঘাট, বিশেষ করে ধরলা নদীর মাঝ স্তর কখনও নৌকার হাঁকানো মাঝি ঘাট, চিলমারীর ঢুশমারী থানা ঘাট ফুল বাড়ী পানি মাছ কুঠি ইদানিং নৌঘাট এলাকাগুলো মাদক ব্যবসায়ীদের জন্য শীতকালে ভয়াবহ আকার ধারণ করে থাকে।

কুড়িগ্রামের ৩ টি উপজেলা মাদকের ক্ষেত্রে চিহ্নিত। ৩টি উপজেলার ৫টি পয়েন্ট নিয়ে স্থানীয়রা মারাত্মক চিন্তায় রয়েছে মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীদের পথ-ঘাট অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন কৌশলে জোড়ালো অভিযান চলছে বলে জানা গেছে।

সচল পয়েন্টগলোতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা,হূস্কী, মদ(বিদেশি),চরচসহ বিভিন্ন মাদক চোরাচালান হয়ে থাকে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে ধীরে ধীরে মাদক পয়েন্টগুলো সচল হয়ে উঠেছে

সুলতান আহমেদ , কুড়িগ্রাম
Update Time : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

শীতের কুয়াশামাখা স্নিগ্ধমাখা আচরণের ভিতর আধো আধো কুয়াশাচ্ছন্নতায় যখন মানুষ যুবুথুবু ঠিক সেই সময়ে শীতের আড়ালে আবডালে আবারো ভেসে উঠছে মাদকের ডামাডোল।

কুড়িগ্রামে মাদকের রাস্তাগুলো এ সময়ে ধীরে ধীরে সচল হয়ে উঠেছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার চিলমারী -নারায়নগঞ্জ, চিলমারী -দাতভাঙ্গা, চিলমারী রাজীবপুর, ফকিরের হাট-রৌমারীর চর অন্যদিকে মোগল বাছা -রৌমারী, মোগলবাছা-ভারতের ধুবরী, মোগল বাছা-ভেলুর হাট কুড়িগ্রাম ধরলা ব্রীজ থেকে ফকিরের হাট , ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারী, দক্ষিণ হাট , নাগেশ্বরী উপজেলার ব্রীজের পার, রামখনা দীঘিরপাড় , ফুলবাড়ী উপজেলার গঙ্গার হাট, বালার হাট বিজিপি ক্যাম্প সংলগ্ন ২টি এলাকা , নাগেশ্বরী -বেরুবাড়ী, ফুলবাড়ী খড়িবাড়ী, ভূরুঙ্গামারী- জয়মনী, কুড়িগ্রাম বাংটুর ঘাট, রাজারহাট বাই পাস কুড়িগ্রাম, তিস্তা-রাজারহাট , উলিপুর হায়াৎ খাঁ, উলিপুর ডাকবাংলা পাড়া ,নগড়াকুড়া ঘাট, বিশেষ করে ধরলা নদীর মাঝ স্তর কখনও নৌকার হাঁকানো মাঝি ঘাট, চিলমারীর ঢুশমারী থানা ঘাট ফুল বাড়ী পানি মাছ কুঠি ইদানিং নৌঘাট এলাকাগুলো মাদক ব্যবসায়ীদের জন্য শীতকালে ভয়াবহ আকার ধারণ করে থাকে।

কুড়িগ্রামের ৩ টি উপজেলা মাদকের ক্ষেত্রে চিহ্নিত। ৩টি উপজেলার ৫টি পয়েন্ট নিয়ে স্থানীয়রা মারাত্মক চিন্তায় রয়েছে মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীদের পথ-ঘাট অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন কৌশলে জোড়ালো অভিযান চলছে বলে জানা গেছে।

সচল পয়েন্টগলোতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা,হূস্কী, মদ(বিদেশি),চরচসহ বিভিন্ন মাদক চোরাচালান হয়ে থাকে বলে জানা যায়।