কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যেগে মহান মে দিবস পালিত
- Update Time : ১১:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৫৩ Time View
‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে আন্তর্জাতিক মহান মে দিবস- ২০২৪ পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল সহ জেলা পর্যায়ের সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে আলোচনা সভা শেষে সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম কলেজ মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
এসময় জেলা ও থানা পর্যায়ে মহান মে দিবসে সর্বাত্মক বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা সেবা নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।