কিশোরগঞ্জে সমঝোতা চুক্তিপত্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Update Time : ০৪:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ১০১ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে শিশুশ্রম,বাল্যবিবাহ, স্কুল ড্রপ আউট, খুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক/পরিবেশ দূষণমুক্ত চাঁদখানা ইউনিয়ন গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা ও সমঝোতা চুক্তিপত্র করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির আয়োজনে
গতকাল বিকেলে উপজেলার চাঁদখানায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা ও সমঝোতা চুক্তিপত্র করা হয়।
এসময় চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ মোস্তাফিজুর রহমান(যাদু), ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা পারভিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,ইউপি সদস্য,শিক্ষক,ধর্মীয় নেতৃবৃন্দ,গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলার চাঁদখানা ইউনিয়ন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি অত্র উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ,ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক/পরিবেশ দূষণমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের অগ্ৰাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে ২০২৫ অর্থ বছরে মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও ধীরে ধীরে বৃহত্তর এলাকার দিকে বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।