কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৮:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ২৮৩ Time View
নীলফামারী কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইয়ামিন ইসলাম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে।
সে বাহাগিলী ইউনিয়নের উত্তর দূরাকুটি পশ্চিম পাড়া গ্রামের শেরিফুর রহমানের ছেলে এবং মেধাকুঞ্জ বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শেরিফুর রহমানের চাচাতো ভাই হাসিব মিয়া মোটরসাইকেলে ইয়ামিনকে সঙ্গে নিয়ে ফৌজিয়া ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইয়ামিন ও হাসিব দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকেই কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।