কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- Update Time : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৩১ Time View
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি’এই প্রতিপাদ্যে নীলফামারী কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার ১৫ই মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল।
আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাশাদ-উজ-জামান রাশেদ, বৈশাখী হোটেলের স্বত্বাধিকারী মানিক মিয়া, বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতু, বিশিষ্ট ব্যবসায়ী শামীম প্রমুখ।
বক্তারা বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে।
নিম্নমানের,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পন্যের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।