কিশোরগঞ্জে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

- Update Time : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ২০৩ Time View
লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,বৃক্ষরোপণ,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্য যাত্রা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপরের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলমসহ অত্র হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।