কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ
- Update Time : ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ২১০ Time View
লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের কলকুঠি গ্রামের দুঃস্থ অসহায় কৃষক আখতার ইসলামের ২৫ শতাংশ জমির ধান কেটে দেন তারা। পরে তা ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রশিদুল ইসলাম বাবু, সদস্য সচিব আসাদুজ্জামান চিলু,সদস্য রেজাউল ইসলাম,তাজুল ইসলাম বাবু,এনামুল হক,এন্তেজামুল হক রূপক,হাফিজুর রহমান বিলু,কবিরুল হাসান লিমন, শ্রী পবিত্র বিশ্বাস, মাহবুবুল হক মিঠু, মিস্টার রহমান, রুবেল হোসেন, মোশারফ হোসেন,শিপন কুমার মোহন্ত ও রিপন মিয়া প্রমূখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রশিদুল ইসলাম বাবু জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে সব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না, তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
উপকারভোগী কৃষক আখতার হোসেন জানান, শ্রমিক সংকট ও অতিরিক্ত পারিশ্রমিকের কারণে আমার জমির ধান গুলো কাটতে পারছিলাম না।খুব চিন্তিত ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের নেতারা আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় আমি ব্যাপক উপকৃত হয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়