কিশোরগঞ্জে উপ-নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ ও পথসভা
- Update Time : ০১:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৮৯ Time View
লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জে চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ মোস্তাফিজুর রহমান যাদু মিয়ার সমর্থনে নির্বাচনী কর্মী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাধারানী মহিলা কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদখানা ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার রায়ের সঞ্চালনায় কর্মী সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমূখ।