কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলা

- Update Time : ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৩৪ Time View
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
ইউক্রেনের সেনাবাহিনীপ্রধান বলেছেন, রোববার রাতে ইরানের তৈরি ৩৫টি সাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর আলজাজিরার।
এ ছাড়া রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
তবে রাশিয়ার হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক লোক হতাহত হয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি শহর থেকে লোকজনকে সরে যেতে বলেছে রাশিয়া।, যা ওই অঞ্চলে ‘চরম আতঙ্ক’র কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা।
রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলের ১৮টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলেছে। যার মধ্যে পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রটির কাছের শহর এনারহোদারও রয়েছে।
জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র এবং তার আশপাশের অঞ্চল বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে, যা পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
আইএইএর পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, জাপোরিজিয়া প্ল্যান্টের পরিস্থিতি ক্রমাগত অনিশ্চিত হয়ে উঠছে এবং সম্ভবত বিপজ্জনকও হচ্ছে।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়। যেটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়