কাল সব মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা

- Update Time : ১১:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ২৫৮ Time View
দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তাই আগামীকাল বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এদিকে দেশের বিভিন্ন জেলায় স্থানে প্রচন্ড তাপদাহ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে।
এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়