কালীগঞ্জে সাবেক এমপি মিলনের পক্ষে বিএনপির উঠান বৈঠক
- Update Time : ০৮:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৩৫ Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশীদ দেওয়ান, সদস্য মো. লুৎফর রহমান বেলাল, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন।
বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় বক্তাগণ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































